Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

প্রতি মাসের ১০ তারিখ ইউনিয়ন পরিষদের মাসিক সভা চেয়ারম্যানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে থাকে। 

 

 

তারিখ/বার

সময়

বিবরণ

মন্তব্য

১০-০১-২০১৪

মঙ্গলবার

সকাল ১০-১২ টা

 

হাফছড়ি ইউনিয়ন পরিষদ মাসিক সভা।

 

 

২০/০৪/২০১৫

সোমবার

সকাল ১০ ঘটিকা

অদ্য ২০/০৪/২০১৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় অত্র ৩নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের এপ্রিল/২০১৫ইং মাসের মাসিক সভা নিন্মোক্ত আলোচ্যসূচীর আলোকে অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপত্বিত করেন,অত্র পরিষদের চেয়ারম্যান বাবু উশ্যেপ্রু মারমা।

       সভার আলোচ্যসূচিঃ-
     ০১। বিগত সভার কার্য্যবিবরণী পাঠ ও অনুমোদন।
     ০২।“অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান” কর্মসূচী ২০১৪-২০১৫ অর্থ বছরে (২য় পর্যায়) এর শ্রমিক তালিকা এবং প্রকল্প তালিকা প্রেরণ প্রসঙ্গে।
     ০৩। বিবিধ।

সভায় উপস্থিত সদস্য/সদস্যাদের নাম ও স্বাক্ষরঃ হাজিরা বহি দ্রষ্টব্য।

       সভার প্রারম্বে সভাপতি মহোদয় সকলকে স্বাগত জানাইয়া সভার কার্য্য শুরু করেন। অতপর ১নং আলোচ্যসূচির আলোকে সভাপতি  মহোদয় উপস্থিত সকলকে পূর্ববর্তী মাসের মাসিক সভার কার্য্যবিবরনী  পাঠ করিয়া শুনান এবং কোনরুপ সংশোধণী ছাড়াই উহা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
২নং আলোচ্যসূচির আলোকে সভাপতি মহোদয় উপজেলা নির্বাহী অফিসার ,রামগড় মহোদয়ের স্বারক নং- ৫১.০১.৪৬৮০.০০০.৯৬.০০১.১৪-১৯৪। পত্রখানা পাঠ করিয়া শুনান এবং উক্ত পত্রের আলোকে উপস্থিত সকল সদস্যকে  “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান” কর্মসূচী ২০১৪-২০১৫ অর্থ বছরে (২য় পর্যায়) এর শ্রমিক তালিকা এবং প্রকল্প তালিকা প্রদানের জন্য বলা হয়। উপস্থিত সকলে অনেক গঠনমূলক আলাপ আলোচনার মাধ্যমে  নি¤েœর প্রকল্প তালিকা এবং শ্রমিক তালিকা প্রদান করেন।

     








 “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান” কর্মসূচী ২০১৪-২০১৫ অর্থ বছরে (২য় পর্যায়) এর  প্রকল্প তালিকা ঃ-

ক্রমিক নং    প্রকল্পের নাম    শ্রমিক সংখ্যা    ওয়ার্ড নং    প্রকল্প সভাপতি
১    ২    ৩    ৪    ৫
০১    ওয়াকছড়ি হইতে হাফছড়ি পাড়া পর্যন্ত কাউন্সিল রাস্তা সংস্কার।    ১৬জন    ২নং    অংক্রা মারমা
০২    হাতিমুরা বাজারের পশ্চিমের সলিং রাস্তা হইতে ডলুখাল পর্যন্ত রাস্তা সংস্কার।    ১৬জন    ৩নং    বাবু বিশু কুমার চাকমা
০৩    লুব্রেপাড়া হইতে হ্যাডম্যানপাড়া শশ্বানখলা পর্যন্ত রাস্তা সংস্কার    ১৮জন    ৫নং    হলামাপ্রু মারমা
০৪    শহীদ আফতাব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মাঠ সংস্কার    ১৬জন    ৫নং    বাবু উহলাপ্রু মারমা
০৫    বটতলা রিয়ংমরমপাড়া বৌদ্ধ বিহার হয়ে হাতিমুড়া সলিং রাস্তা হইতে শনখলা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার।    ১৬জন    ৬নং    জনাব সাইফুল ইসলাম
০৬    তৈকর্মাপাড়া নিপ্রু মারমার বাড়ি হইতে সোনারামপাড়া ফণিভ’ষন ত্রিপুরার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।    ১৬জন    ৭নং    অংগ্যজাই মারমা
০৭    নাক্রাইপাড়া হইতে কুকিছড়া পর্যন্ত রাস্তা সংস্কার এবং জ্ঞানেন্দ্র ত্রিপুরা বাড়ি হইতেপ্রবেশ কার্বারী পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার।    ১৬জন    ৯নং    বাবু থোয়াইমং মারমা